বিনোদন

এই প্রথম ভোর বেলায় জওয়ান ছবির জন্য সিনেমার দরজা খুলবে কলকাতায়

Jawan Show Time

The Truth of Bengal: জওয়ান’ নিয়ে শাহরুখ ফ্যানেদের উন্মাদনা এখন তুঙ্গে। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে দেড় লক্ষেরও বেশি টিকিট ।সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ আর ট্রেলারটি যে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তার প্রমান রয়েছে ইউটিউবেই ৷ ইতিমধ্য়েই ‘জওয়ান’ ছবির ঝলক দেখে ফেলেছেন সাড়ে তিন কোটিরও বেশি মানুষ ৷ বোঝাই যায় ‘পাঠান’-এর সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে আগ্রহ ঠিক কী রকম ৷

জওয়ান নিয়ে উত্তেজনার পারদ চড়িয়ে চলেছে দর্শক মহল। কলকাতায় এই প্রথমবার ভোর বেলায় জওয়ান দেখতে হলে ভিড় করবে শারুক ভক্তরা। শাহরুখ খানকে প্রথমদিন দেখাই নয়, বরং ঐতিহাসিক শোয়ের সাক্ষী থাকা।ঐতিহাসিকই বটে। ভোর পাঁচটায় এর আগে কোনও ছবির শো টাইম নির্ধারিত হয়নি। তবে ব্যপক ছবির চাহিদার জন্যই নাকি এই ব্যবস্থা। দর্শদের চমকে দিতেই মিরাজ-এর এই উদ্যোগ।

কলকাতা শাহরুখ খান ফ্যান ক্লাবগুলো থেকেও ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ অধিকাংশেরই মুখে একটাই কথা, প্রথম দিন জওয়ান দেখা চাই।তাই মুঠো মুঠো টিকিট বিক্রি হয়ে যাচ্ছে পলকে। অ্যাটলি কুমারের এই ছবিতে সব ধরনের মশালাই ব্যবহার হয়েছে ৷ নজরকাড়া সংলাপ, দেশপ্রেম, রোম্যান্স, অ্যাকশন কোনও কিছুই বাদ পড়েনি ৷ এখন সব মিলিয়ে রান্নাটা কেমন করলেন পরিচালক এবং কলাকুশলীরা সেটাই দেখার ৷ সেই উত্তরের জন্য অপেক্ষা করে থাকতেই হবে 7 সেপ্টেম্বর পর্যন্ত ৷

Related Articles