বিনোদন

প্রকাশ্যে “জয় হনুমান”-এর পোস্টার, ঋষভের ঐশ্বরিক লুকে মুগ্ধ অনুরাগীরা

"Jai Hanuman" Poster Revealed, Fans Are Awestruck by Rishabh's Divine Look

Truth Of Bengal: অপেক্ষার অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জয় হনুমান’ এর প্রথম লুক পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। পোস্টার দেখেই উচ্ছসিত অনুরাগীরা। কন্নড় অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টি এই ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন। ভগবান হনুমানের চরিত্রে দেখা যাবে তাকে। প্রথম লুকেই চমক দিয়েছেন নির্মাতারা।

পোস্টার প্রকাশের পরেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সিনেপ্রেমীরা। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। ঋষভকে এই ঐশ্বরিক ভূমিকার জন্য নিখুঁত দেখাচ্ছে। জয় হনুমান তার প্রথম তেলেগু ছবি।

‘কান্তারা’য় সাফল্য অর্জনের পর আবারও বড়ো চমক দিতে চলেছেন অভিনেতা। সম্প্রতি ‘কান্তারা’য় তার দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার   অর্জন করেছেন।

ছবির পরিচালক প্রশান্ত ভার্মা জয় হনুমানের জন্য অনেক তারকাদের সাথে দেখা করেছিলেন, কিন্তু অবশেষে ঋষভ শেট্টি এই ছবির অংশ হতে রাজি হন। প্রশান্ত ভার্মা সিনেমাটিক ইউনিভার্স (PVCU) এখন ভারতীয় সিনেমার একটি উত্তেজনাপূর্ণ মহাবিশ্ব।

Related Articles