বিনোদন

ধর্মেন্দ্রর পরিস্থিতি কি আশঙ্কাজনক? জানালেন হেমা মালিনী

তবে এবার ভক্তদের সেই চিন্তা দূর করলেন ধর্মেন্দ্র জায়া, তথা হিন্দি সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেত্রী, হেমা মালিনী।

Truth Of Bengal: গত শুক্রবার হিন্দি ছবির বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়াকে কেন্দ্র করে চিন্তায় পড়েছিলেন তাঁর অনুরাগী থেকে শুরু করে অন্যান্য সিনেমাপ্রেমীরা। তবে এবার ভক্তদের সেই চিন্তা দূর করলেন ধর্মেন্দ্র জায়া, তথা হিন্দি সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেত্রী, হেমা মালিনী। সোমবার সকালে তিনি সকলকে জানিয়ে দেন যে এই মুহূর্তে অভিনেতা ভালই আছেন।

সোমবার সকালে হেমা মালিনীকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। তাঁকে প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে কেমন আছেন ধর্মেন্দ্র। সেই প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার জানান যে এই মুহূর্তে অভিনেতা ভালোই আছেন। উত্তর দেওয়ার পর তিনি সকলকে প্রণাম জানিয়ে প্রবেশ করেন বিমানবন্দরের ভিতরে। ধর্মেন্দ্রর অনুরাগীরা এটি জানতে পেরে যে স্বস্তি পেয়েছেন, তা না বললেই চলে।

যদিও বলিউড মাধ্যম সূত্রে খবর, “শুক্রবার ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করাতে হয় শ্বাসকষ্টজনিত কারণে। উনি আইসিইউতে রয়েছেন।” দেওল পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছু বলা হয়নি। তবে আইসিউতে রাখার বিষয়টি জানতে পেরে চিন্তায় অনুরাগীরা। এক হাসপাতাল কর্মী বলিউড মাধ্যমের কাছে জানান, “ভালোই ঘুমিয়েছেন উনি রাতে। বর্তমানে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। কোনও চিন্তা করার মতো কারণ নেই। স্বাভাবিক রয়েছে রক্তচাপ ও হৃদস্পন্দন। প্রস্রাব করার যে পরিমাণ, তা ঠিকঠাক।”