শেষমেশ হাসির ছলেই পর্দা ফাঁস! শিখরের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন জাহ্নবী
In the end, the curtain leaked with a smile! Janhvi is falling in love with Shikhar

The Truth of Bengal: জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া বলিউডের বর্তমানে যেসকল লভ বার্ডসদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, তাঁদের মধ্যে একটি। তাঁদের সম্পর্ক নিয়ে কন্ট্রোভার্সির শেষ নেই। যদিও তাঁরা কেউই তাঁদের মধ্যেকার এই সম্পর্ক নিয়ে কখনই কোনও মন্তব্য করেননি! তবে সম্প্রতি জাহ্নবী এবং রাজ কুমার রাও, তাঁদের নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র প্রোমোশনের জন্য গিয়েছিলেন, ‘দ্য গ্রেট কপিল শর্মা শো’তে। সেখানেই এবার নিজেদের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপুর্ণ মন্তব্য করলেন অভিনেত্রী।
এদিন যখন ‘দ্য গ্রেট কপিল শর্মা শো’তে জাহ্নবী গিয়েছিলেন তাঁকে কপিল শর্মা জিজ্ঞেস করেছিলেন, “আপনি সমান পছন্দের কোনও পার্টনারকে বাছবেন, নাকি যেই শিখরে আপনি বর্তমানে রয়েছেন তাতেই খুশি আছেন?” চিট-চ্যাট এই কমেডি রিয়্যালিট শো-মানেই সেরার সেরা, হাসির ফোয়ারায় মেতে ওঠেন দর্শকেরা। তখনই অভিনেতা রাজকুমার রাও কিছুটা ঠাট্টার ছলেই বলেন, “কি মনে হয় জাহ্নবী?” এরপর অভিনেত্রী সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে দেন।
জাহ্নবী বলেন, “আমি যেই শিখরেই আছি, সেখানে অনেক ভালো আছি”। কিছুদিন আগেই হৈহৈ রব উঠেছিল যে, জাহ্নবী এবং শিখর বিয়ে করছেন খুব শীঘ্রই। তবে পরে অভিনেত্রী নিজেই প্রকাশ্যে এসে সেই জল্পনা উড়িয়ে দেন। তিনি বলেন, “আমি কিছু বোকা বোকা বিষয় পরেছিলাম, যেখানে লেখা ছিল যে আমি একটা কনফর্ম রিলেশনশিপে আছি। এবং ২ এবং ৩টি আর্টিকেলে এও দেখেছিলাম যে লেখা আছে যে আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। যা উচিত নয়! আমি আপাতত কাজ করতে চাই সামনে আরও!”