বিনোদন

অন্য অবতারে তারা সুতারিয়া

Tara Sutaria

The Truth of Bengal: একটি মেয়ে তাঁর বিয়ে, বীয়েড় আগেই সে অপহৃত ডাকাতদের হাতে, সেই জায়গা থেকে নিজেকে কিভাবে বাঁচায় সে? সেই নিয়েই একটা গোটা গল্প। অন্তত ট্রেলারে এমন্তাই বোঝা যাচ্ছে। তারা সুতারিয়া ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নতুন ছবি অপূর্ব ছবিতে তারা সুতারিয়া, অপূর্ব ছাড়াও রয়েছেন ধৈর্য কারওয়া, রাজপাল যাদবের মতো অভিনেতারা।

প্রথম ঝলকেই ইঙ্গিত রয়েছে, এই ছবিতে তারা, অন্যান্য ছবির মতো মিষ্টি নায়িকা নয়। বরং অ্য়াকশন অবতারে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন নিখিল নাগেশ ভাট।পরিচালক নিখিল জানিয়েছেন, অপূর্ব ছবিতে এমন এক গল্প যা দেখে শিহরন জাগতে বাধ্য।

আসলে, নারীশক্তির অন্যদিককে তুলে ধরা হয়েছে এই ছবিতে। ছবিতে তারার চরিত্রটি সেই নারীশক্তিকেই তুলে ধরে। ছবিটি ডিজনি-হটস্টারে মুক্তি পাবে ১৫ নভেম্বর।

Free Access

Related Articles