
The Truth of Bengal: বাঙালি মানেই খাদ্যরসিক। আর কলকাতার অলি-গলিতে খাবারের দোকান। সেখানকার রকমারি পদের দাম যে দেশের যে কোনও মেট্রো শহরের থেকে অর্ধেক, তা হলফ করে বলা যায়। কথায় বলে, ১০টাকাতেও কলকাতায় পেটের ভুখ মেটানো যায়। ইমতিয়াজ আলিও সেই বিষয়ে এবার সিলমোহর বসালেন। অবিশ্বাস্য দামে প্রাতঃরাশ সেরে হতবাক ইমতিয়াজ আলি খোদ।
ইমতিয়াজ আলি-র ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে, তিলোত্তমার রাস্তার ধারে একটা ছোট্ট দোকান থেকে চা এবং কচুরি-ঘুগনি খাচ্ছেন পরিচালক।দোকানের সরু কাঠের বেঞ্চে বসেই কচুরি খেতে দেখা গিয়েছে পরিচালক কন্যাকে। মাটির ভাড়ে করে চা খেতেও দেখা গিয়েছে তাঁদেরকে। তারকা নয়, বলিউডের খ্যাতনামা পরিচালকের আম আদমি সুলভ আচরণে মুগ্ধ দোকান মালিকরাও। ছবি গুলি পোস্ট করে পরিচালক ইমতিয়াজ আলি লিখেছেন, ‘খাওয়া দাওয়ার জন্য কলকাতায় সেরা জায়গাগুলি এমনই দেখতে, পুরী, আলু, আর দুটো চা মাত্র ৫৪ টাকায়’।
ঝা চকচকে শপিং মল, হাইরাইজের বাইরে একটা কলকাতা আছে। ভিন রাজ্য থেকে এ শহরে এলে অনেকেরই চোখের আড়ালে থাকে তা। কিন্তু মানুষটা ইমিতিয়াজ আলি হলে ঠিক খুঁজে বের করে ফেলেন আসল কলকাতাটাকে। তিলোত্তমায় এসে রাস্তার খাবারে মুগ্ধ ইমতিয়াজ।