বিনোদন

”দুটো-তিনটে লুকিয়ে প্রেম করেছি”, ভরা মঞ্চে একি বললেন লোপামুদ্রা

"I have secretly loved two or three times," Lopamudra said to a packed stage

Truth Of Bengal: ”জয় দা কে বলো না যেন! দুটো-তিনটে লুকিয়ে প্রেম করেছি।” ভরা মঞ্চে দাঁড়িয়ে এহেন মন্তব্য করেন লোপামুদ্রা মিত্র। বললেন, যে প্রেম চলে যায় তার জন্যই মন কেমন করে বেশি। তারপরেই গেয়ে উঠলেন,” আমার মতে তোর মতন কেউ নেই।”

সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন সংগীতশিল্পী লোপামুদ্রা। পরনে লাল-কালো কম্বিনেশনের শাড়ি। কপালে কালো টিপ। সাধারণ সাজে যেন অসাধারণ দেখতে লাগছে জয়-পত্নীকে।

ভিডিয়োটিতে লোপামুদ্রাকে বলতে শোনা যায়, ” পরের গান, আমার মতে তোর মতন কেউ নেই।” গান শুরুর আগে বেশ কিছুক্ষন দর্শকদের সঙ্গে গল্প করেন তিনি। বলে ফেলেন নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু কথা। তিনি মজার ছলেই বলেন, ” আমার বর-কে বলে দিও না যেন। আমি দুটো-তিনটে লুকিয়ে প্রেম করেছি বুঝেছ।” তিনি আরও বলেন,” যে প্রেমটা চলে যায় তার জন্য মন কেমন করে বেশি।”

এরপরেই লোপামুদ্রা তাঁর ছেড়ে যাওয়া প্রেমকে মনে করেই গান গাইতে শুরু করেন। যে গান আমার আপনার প্রত্যেকের মন কেমনের সময় মলমের কাজ করে। ”কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই।”

তবে এই ভিডিয়োর কমেন্ট বক্স ভরে গেছে মিশ্র প্রতিক্রিয়ায়। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। আজও আধুনিক গানের গায়িকা হিসেবে সবচেয়ে প্রিয় লোপামুদ্রা বলে মন্তব্য করেন তাঁরা। কেউ বলেন, ”লোপা দির গান সবসময় মন ছুঁয়ে যায়।” তবে বিরূপ মন্তব্যও করেছেন অনেকে। কেউ কেউ বলেন,”এইসব কথা বলে জনপ্রিয়তা অর্জন হয় না।” কেউ আবার ইমন চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বসেন।” তবে নেতিবাচক মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অনুরাগীরা।

Related Articles