বিনোদন

সার্জারি করে মুখের মানচিত্রই পাল্টে ফেলেছেন রাজকুমার , তবে মানতে নারাজ তিনি, কি বলছেন অনুগামীরা?

He refused to accept, what are the followers saying?

The Truth of Bengal : সামনেই মুক্তি পাচ্ছে অভিনেতা রাজকুমার রাও অভিনিত ‘শ্রীকান্ত’। ‘শ্রীকান্ত’ হয়ে উঠতে তিনিনিজের লুক একেবারেই বদলে ফেলেছেন। সম্প্রতি মুম্বইয়ের একটি কনসার্টে এই নতুন লুক নিয়ে সস্ত্রীক হাজির হয়েছিলেন রাজকুমার। কালো টি-শার্ট এবং জিন্স পরে কনসার্টে রাজকুমার। বড় চুলে এদিন একটু আলাদাই দেখাচ্ছিল রাজকুমারকে। তাঁর সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তাঁকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। অনেকেই এদিন রাজকুমারের বদলে যাওয়া চেহারা খেয়াল করেছেন। অনেক নেটিজেন দাবি করেছেন রাজকুমার নাকি কসমেটিক সার্জারি করিয়েছেন। তিনি যে সার্জারি করিয়েছেন তা প্রমান করতে অনেকে তাঁর পুরোনো ছবির সাথে সেই ছবি পাশাপাশি রেখে তুলনা শুরু করে দিয়েছে।

কেউ কেউ তো আবার দাবি করছেন রাজকুমারের থুতনি, চোয়াল দেখেই বোঝা যাচ্ছে যে তিনি সার্জারি করেছেন। এ বিষয়ে একজন মন্তব্য করেছেন, রাজকুমার যখন প্রথম ছবি করেন তার সাথে বর্তমান লুকের কোনও মিল নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমারকে তাঁর সার্জরির বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করে যান। পরিষ্কার ভাবে বলেন না ভাই কোনো প্লাস্টিক সার্জারি হয়নি। তবে রাজকুমারের কথায় চিড়ে ভেজেনি।