
The Truth Of Bengal: বাংলা রিয়েলিটি শো-এর জগতে বিরাট চমক! জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি No1’এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২১ ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে হয়েছে এপিসোডের শ্যুটিং। আর সেই ভিডিও চ্যানেল কর্তৃপক্ষ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপর সেই ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।
ভিডিওয় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং অনুষ্ঠানের জনপ্রিয় সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অন্য মেজাজে রয়েছেন। প্রোমোতে দেখা যাচ্ছে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সঞ্চালিকা। এরপর প্রবেশ করেন ডোনা গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর জনপ্রিয়তাকে আরও বাড়াতে সঞ্চালিকা আর চ্যানেল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে অংশগ্রহণে অনুরোধ করেছিলেন। ভালবাসার আবদার ফেলতে পারেননি মুখ্যমন্ত্রী। কথা দিয়ে কথা রাখতে জানেন তিনি। কথা দিয়েছিলেন আসবেন আর সেইমতো কথা রেখে গত ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠানের শুটিং এর জন্য ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন। মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই শুটিং শেষ হয়ে যায়। জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে ‘প্রতিযোগী’ নয়, বরং ‘বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিযোগিতা হয়েছিল ডোনা-অরুন্ধতী-শ্রীরাধার মধ্যেই।
উদ্যোক্তা সূত্রের খবর, শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত যাত্রাপথের অভিজ্ঞতা শুনিয়েছেন মমতা। মহিলাদের উন্নয়নে আরও কী কী ভাবনা আছে রাজ্য সরকারের সেই কথাও নাকি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে সকলের অনুরোধে ছবিও আঁকেন,গান করেন। শুধু তাই নয়, তাঁর লেখা এবং সুর-দেওয়া গান গেয়ে শোনান শ্রীরাধা। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনও পর্যন্ত যেটা কখনও হয়নি, এ বার সেটাই হতে চলেছে। আমি দিদির কাছে চিরকৃতজ্ঞ। এত বছর ধরে আমার শোয়ের যে সুনাম, সেটা দিদির উপস্থিতিতে পূর্ণতা পেল।”
FREE ACCESS