গঙ্গোপাধ্যায় পরিবারে খুশির হাওয়া,বিয়ে সারলেন স্নেহাশিস, অর্পিতা
Happy air in Gangopadhyay family, Snehashis, Arpita got married

The Truth of Bengal : সকাল সকাল গঙ্গোপাধ্যায় পরিবারে খুশির হাওয়া। ৫৯ বছর বয়সে আইনি মতে দ্বিতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । CAB এর প্রেসিডেন্ট স্নেহাশিস রবিবার ২১ শে জুলাই তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
বিয়ের সময় তাঁরা দুজনকেই রংমিলান্তি পোশাকে দেখা গেল। স্নেহাশিস এবং অর্পিতা দুজনেই পরেছিলেন হলুদ রঙের পোশাক। তবে এদিন দাদার বিয়েতে উপস্থিত ছিলেন না ডোনা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।তবে আগামী ৭ অগস্ট ইএম বাইপাসের কাছে একটি হোটেলে স্নেহাশিস, অর্পিতা-র রিসেপশনে সৌরভ গঙ্গোপাধ্যায় সস্ত্রীক আসছেন।
গত বছর বধূ নির্যাতনের অভিযোগে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় স্নেহাশিসের। এর পর অর্পিতার সাথে স্নেহাশিস প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দ্বিতীয়বার ২১ শে জুলাই ৫৯ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন। অর্পিতারও এটা দ্বিতীয় বিয়ে। তিনি নিজে পেশায় একজন ব্যবসায়ী। উল্লেখ্য, বাংলার হয়ে চুটিয়ে ক্রিকেট খেলেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ।তাঁর হাত ধরেই ক্রিকেট জীবনে পদার্পণ করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্নেহাশিসের হাত ধরে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল।