বিনোদন

বলিউডে ডেবিউ প্রাক্তন বিশ্বসুন্দরী হরনাজের

Former Miss World Harnaaz to make Bollywood debut

Truth Of Bengal: হরনাজ সান্ধু। প্রাক্তন বিশ্বসুন্দরী এবার শুরু করতে চলেছেন নতুন ইনিংস। বলিউডে পা রাখতে চলেছেন হরনাজ। সূত্রের খবর, ‘বাগী’ ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ভাগের জন্যেই বেছে নেওয়া হয়েছে হরনাজকে। ছবির নির্মাতারা জানিয়েছেন, এই ছবির মাধ্যমেই বলিউড অভিষেক হবে হরনাজের। ‘বাগী’র আরও তিনটি ভাগের মতো  ‘বাগী ৪’ এ মুখ্য ভূমিকায় দেখা যাবে টাইগার শ্রফকে। টাইগার ছাড়াও রয়েছেন সোনম বাজওয়া এবং সঞ্জয় দত্ত। সঞ্জয় ছবিতে খলচরিত্রে রয়েছেন। এবার এই তালিকাতেই জুড়লো হরনাজ সান্ধুর নাম।

ইতিমধ্যেই ‘বাগী ৪’ এ টাইগার শ্রফের লুক প্রকাশ্যে এসেছে। পেশিবহুল শরীরের পাশাপাশি ছোট চুল এবং একগাল দাড়িতে তাঁর লুক আকর্ষণীয়। পাচাপাশি সঞ্জয় দত্তের ও একটি লুক সামনে এসেছে ইতিমধ্যেই। যা নজর কেড়েছে সকলের। সূত্রের খবর, খুব শীঘ্রই শুরু হবে ‘বাগী ৪’ এর শুটিং। এছাড়াও নির্মাতারা জানিয়েছেন, আগামী বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে ‘বাগী ৪’। ২০১৬ সালে মুক্তি পায় ‘বাগী’ সিরিজ়ের প্রথম পর্ব। তার পর ২০১৮ এবং ২০২০ সালে মুক্তি পায় যথাক্রমে ‘বাগী ২’ এবং ‘বাগী ৩’। এখন ‘বাগী ৪’ মুক্তির অপেক্ষা। ছবির আগের পার্ট গুলোর মতোই এই পার্ট ও বক্স অফিসে ঝড় তুলবে বলেই মনে করছেন ছবির নির্মাতারা। তবে ‘বাগী ৪’ এ হরনাজ সান্ধুর নাম উঠে আসার পর থেকেই ছবিতে তাকে দেখতে মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা।

Related Articles