‘ফসিলস’-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলির অকাল প্রয়াণ, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
Former 'Fossils' member Chandramouli passes away, body found hanging from house

Truth Of Bengal: অকাল প্রয়াণ। সঙ্গীত জগতে শোকের ছায়া। রবিবার প্রয়াত হলেন ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস। দীর্ঘদিন ধরে ‘ফসিলস’-এর সদস্য ছিলেন চন্দ্রমৌলি। আজ তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে শিল্পীর ঝুলন্ত দেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন তিনি। রবিবার ওয়েলিন্টনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ। ঘটনায় শোকের ছায়া শিল্পী মহলে। এ দিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছেছে তালতলা থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ফসিলস, গোলক, জম্বি কেইজ কন্ট্রোলের মতো নামকরা ব্যান্ডের সদস্য ছিলেন চন্দ্রমৌলি।
মধ্য কলকাতার ইন্ডিয়ান মিরর স্ট্রিটে থাকতেন চন্দ্রমৌলি। স্থানীয় সূত্রে খবর, যে সময় ঘটনাটি ঘটেছে, সেই সময় বাড়িতে ছিলেন না তাঁর বাবা-মা। বাড়ি ছিল ফাঁকা। তখনই আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান করছেন সকলে। প্রয়াত গিটারিস্টের এক বন্ধু মহুল চক্রবর্তী জানিয়েছেন, সকাল থেকে একাধিকবার ফোন করলেও চন্দ্রমৌলি ধরেননি। তখনই সন্দেহ হয় তাঁর। মহুল বলেন, “ওকে এতবার ফোন করার পরও যখন তোলেনি, সেই সময়ই সন্দেহ হয়েছিল আমার। এরপর আমি আমাদের গ্রুপেরই আরও এক বন্ধুকে ফোন করি। তারপর ওর বাড়ি চলে আসি। তখনই ওকে মৃত অবস্থায় দেখতে পাই।