অবশেষে পহেলগাঁও হামলা নিয়ে ভাঙলেন নিরবতা, কী বললেন অমিতাভ বচ্চন
Finally, Amitabh Bachchan broke his silence on the Pahalgaon attack, what did he say?

Truth Of Bengal: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা ২০ দিন পার করেছে। এই নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। রবিবার তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই হামলার নিন্দা জানান এবং সেইসঙ্গে ভারতীয় সেনার পাল্টা অভিযানের প্রশংসা করেন।
পোস্টে অমিতাভ বচ্চন লেখেন, “ছুটি কাটাতে গিয়ে ওই রাক্ষস নিরাপরাধ দম্পতিকে টেনে নিয়ে গেল, স্বামীর পোশাক খুলে নিল এবং ধর্ম জানার পর গুলি চালাতে শুরু করল। তাঁর স্ত্রী যখন হাঁটু গেড়ে বসে, কাঁদতে কাঁদতে অনুরোধ করে যে তাঁর স্বামীকে না মারার, তারপরও ওরা নিষ্ঠুরভাবে তাঁর স্বামীকে হত্যা করে, স্ত্রীকে বিধবা করে দেয়। যখন স্ত্রী বলল, আমাকেও মেরে ফেল! তখন রাক্ষস বলল, ‘না, তুই গিয়ে, ‘…’কে বলবি।” এরপরেই বিগ বি তাঁর পিতা হরিবংশ রাই বচ্চনের লেখা একটি কবিতার পংক্তি উল্লেখ করে লেখেন, ‘চিতার ভস্ম নিয়ে, বিশ্ব সিঁদুর চায়। তাই আমি সিঁদুর দিলাম। অপারেশন সিঁদুর।
ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন করে তিনি পোস্ট শেষে লেখেন, ‘জয় হিন্দ। জয় হিন্দ কি সেনা। তোমরা কখনও পিছু হটবে না, কখনও মাথা নোয়াবে না। শপথ নাও অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ।’ অমিতাভ বচ্চনের এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর এই আবেগঘন প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন এবং ভারতীয় সেনার সাহসিকতার প্রশংসা করেছেন।
বলা বাহুল্য, সারাদেশে অমিতাভের যে কোনও মন্তব্যের আলাদা মূল্য রয়েছে। ৮২ বছর বয়সেও আজও যথেষ্ট সক্রিয়, যেমন অভিনয়ে, তেমন সমাজমাধ্যমে। কিন্তু তাঁর কোনও বক্তব্যই জানা যাচ্ছিল না পহেলগাঁও কাণ্ডের পর থেকে। কেন বর্ষীয়ান অভিনেতা একটি শব্দও ব্যয় করছেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন সকলে। অবশেষে রবিবার সকালে সেই নীরবতা ভাঙলেন অমিতাভ বচ্চন।