বিনোদন
Trending

TOB EXCLUSIVE: মানুষের ওপর ‘মানুষ’ প্রভাব কতটা? কী বলছেন ‘মান্নান’ ওরফে জিতু ….

Exclusive Interview Jeetu Kamal

The Truth Of Bengal, Tanushree Nandy: “প্রত্যেকে তার নিজের গল্পের নিজেই হিরো” অভিনেতা জিতু কমল এমনটাই মনে করেন। আজ (শুক্রবার) মুক্তি পেলো জিত ও জিতু অভিনীত ছবি ‘মানুষ’। এই ছবিতে মান্নান চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল। Truth Of Bengal -এর Exclusive সাক্ষাৎকারে অকপট অভিনেতা।

মারকাটারি অ্যাকশন থেকে ধামাকাদার সংলাপের সাথে রোমান্স আবার কোথাও বাবা মেয়ের মিষ্টি ভালবাসার সম্পর্ক, মশালাদার সব রসদেই ভরপুর জিৎ-এর মানুষ।নায়ক জিৎ -এর বিপরীতে ভিলেন অবতারে প্রথমবার দেখা যাবে জিতু কমলকে। তবে আদৌ কি ভিলেন মান্নান? অভিনেতার জবাবঃ “মান্নান চরিত্রে সব রঙ বর্তমান।মান্নান তার বাজে দিক যেমন ফুটিয়ে তুলেছে তেমনই একটা ইমোশনাল দিক রয়েছে মান্নানের।”

অপরাজিতর পর অনেকটা গ্যাপ নিয়েছেন জিতু। তারই কারন খোলসা করে বললেন-” মান্নান ধরনের চরিত্রের জন্য অপেক্ষা করেছি, যেখানে আমার ইমেজ একেবারে ভেঙে চুরে নতুন করে একটা ইমেজ তৈরি করবে, আর মান্নান আমাকে সেই কাজ টাই কোর্টে সাহায্য করেছে।”

অপরাজিত নাকি মান্নান কোন চরিত্র বেশি চ্যালেঞ্জিং?এই প্রশ্নের উত্তরে জিতু বলেছেন- “প্রত্যেকটা চরিত্রই আলাদা এবং চ্যালেঞ্জিং। তা সে অপরাজিত হোক বা মান্নান। যতক্ষণ না প্রেসার তা বেড়ে জাওয়া হবে, যতক্ষণ না ফোন ধরার সময় বের করা যায়না , ততখন আমি চ্যালেঞ্জিং বলে মনে করিনা  “

পাইপলাইনে প্রোজেক্ট ? ‘অরন্যের প্রাচীন প্রবাদ’ এবং ‘অরন্যের দিনরাত্রি’ নামক দুটি ছবির কাজ চলছে।

যাত্রা পথে একাধিক অভিজ্ঞতার সম্মুখীন অভিনেতা। ইন্ডাস্ট্রি তাকে সাদা কালো দুইই দিয়েছে।কচুরি থেকে স্যান্ডউইচ বা গাড়ির ব্যাক সিট থেকে ফ্রন্ট সিটে আসার গল্পে সব রঙ রয়েছে জিতুর জীবনে। সরল মনে মানুষকে বিশ্বাস করেন ‘মানুষ’ জিতু কমল।

FREE ACCESS

Related Articles