সাপের গালে চুমু দিব্যজ্যোতির! সৃজিতের পথেই কি এবার হাঁটছেন ‘সূর্য’?
Divya Jyoti's kiss on the cheek of the snake! Is 'Surya' walking on the path of Srijit?

The Truth Of Bengal : কখনো গলা জড়িয়ে কখনোবা ফিসফিসিয়ে কথা বলে আবার কখনো শরীরে জড়িয়ে ভালবাসার উত্তাপে ভরিয়ে দিচ্ছেন একে অপরকে। ভাবছেন তো কোন দম্পতির কথা বলা হচ্ছে? না, এ কোন দম্পতি নয় কিংবা কোন প্রেমিক-প্রেমিকা নয়। এক আজব ভালোবাসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ‘ ওরফে দিব্যজ্যোতি সাপের গালে চুমু খাচ্ছেন। যা দেখে নেটিজেনরাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন।
View this post on Instagram
সৃজিতের পর এবার দিব্যজ্যোতি। কিছুদিন আগেই সৃজিতের সঙ্গে সাপের একটি আদুরে ছবি নিয়ে তোলপাড় হয়েছিল টলিপাড়া। তবে এবার সৃজিত মুখোপাধ্যায়ের পথ ধরেই হাঁটলেন দিব্যজ্যোতি দত্ত। ঠিক কী করেছেন তিনি? বেশ কয়েকদিন ধরে টানা শুটিং করতে করতে একটু অবসর নিতে থাইল্যান্ডে পৌঁছে গিয়েছেন তিনি। না না স্বপরিবারে নয় আপাতত দাদা আর মাস্টারমশাইয়ের সঙ্গে থাইল্যান্ডে পৌঁছেছেন সূর্য। সেখানে পৌঁছেই সাপের সঙ্গে সময় কাটানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিব্যজ্যোতি। এরপরই তিনি জানিয়েছেন, ” সৃজিতদার মত কিনা জানি না, ছোট থেকে আমার সাপ খুব পছন্দ। একবার কিনবো বলে এক বিশেষ প্রজাতির সাপ পছন্দও করে ফেলেছিলাম। মায়ের বকুনি খেয়ে শেষে আর ওই পথে হাঁটিনি।” থাইল্যান্ডে দিব্যজ্যোতির বাহুদরে যে সাতটি রয়েছে সেটি জাতে কর্ন স্নেক, যার ওজন প্রায় ৩০ কেজি।
এরপর দিব্যজ্যোতি ফের জানান, ” কী শান্ত! খুবই ভাল। আদর করলে সাড়া দেয়। এমন প্রাণীকে কেন যে সবাই ভয় পায় কে জানে!” মানুষের উপরে কিছুটা খুব উগরে দিয়ে সূর্য জানান, “মানুষ যে কেন সাপকে প্রাণঘাতী বলে আখ্যা দেয় কে জানে? বিশ্বের প্রায় বেশিরভাগ সাপই বিষহীন। আর বিষধর সাপের ক্ষেত্রে তাদেরকে যদি আঘাত না করা হয় তাহলে তারাও পাল্টা আক্রমণ করে না।