বিনোদন

দীপিকা-রণবীরের মেয়ের নাম নিয়ে চর্চা তুঙ্গে নেটপাড়ায়

Discussions about Deepika-Ranveer's daughter's name are in full swing

Truth Of Bengal: রবিবারই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলি তারকা দীপিকা পাড়ুকোন। দীপ-বীরের ঘরে নতুন সদস্য আসার খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করার পরেই শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। এবার মেয়ের নামকরণ নিয়ে নেটপাড়ায় চলছে তুমুল জল্পনা। তারকা দম্পত্তির কন্যার জন্য বিভিন্ন নামও প্রস্তাব করছেন অনুরাগীরা। অনেকে মনে করছেন বিরাট-অনুষ্কার মেয়ের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হতে পারে।

অনুরাগীরা একাধিক নাম প্রস্তাবিত করেছে। দীপিকা এবং রণবীর সিং -এর নামের সঙ্গে মিলিয়ে ‘রাধিকা’ নামটি সাজেস্ট করেছেন, কেউ আবার নাম সাজেস্ট করেছেন ‘রুহানি’। কোনো অনুরাগী আবার নাম সাজেস্ট করেছেন ‘রবিকা’, যা বিরাট-অনুষ্কার কন্যা ‘ভামিকা’র সঙ্গে মাইল যাচ্ছে।

জানা যাচ্ছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন অভিনেত্রী। আপাতত সন্তানের সঙ্গে সময় কাটাবেন বাবা-মা।

২৯ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে খুশির খবর জানিয়েছিলেন তারকা দম্পতি। অন্তঃসত্ত্বা ছিলেন দীপিকা। অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় সামাজিক মাধ্যম জুড়ে কম বিতর্ক হয়নি। দীপিকা কি সত্যিই অন্তঃসত্ত্বা ছিলেন ? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল নেটপাড়ায়। অনেকে দাবি করেন, স্যারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তান নিতে পারেন অভিনেত্রী। দীপিকার বেবি পাম্পের হয় প্রকাশ্যে এলেও বিতর্কের ঝড় থামেনি। এমনকি কেউ কেউ বেবি বাম্পকে নকল বলেও দাবি করেন।

Related Articles