বিনোদন

মুক্তি পেল দিবাকরের লাইক শেয়ার ও ডাউনলোডের গল্প ‘এলএসডি টু’!

The Truth Of Bengal: শুক্রবার মুক্তি পেয়েছে দিবাকর ব্যানার্জির এল এস ডি টু। এই ছবিতে বাস্তব আর কল্পনা মিলেমিশে একাকার হয়ে গেছে। ডিজিট্যাল যুগে ভালবাসার অন্য এক চিত্র উঠে এসেছে দিবাকরের এলএসডি-টু ছবিতে। ফলে লাভ সেক্স অউর ধোকা নয়। দীর্ঘ ১৪ বছর পর যুগের পরিবর্তনের সঙ্গে পাল্টে গিয়ে এবার দিবাকরের এলএসডি হয়ে উঠল লাইক,শেয়ার ও ডাউনলোড।

বর্তমান প্রজন্মও এখন এলএসডি-র চোরাস্রোতে গা ভাসাচ্ছে। এই এলএসডি হল লাইক,শেয়ার আর ডাউনলোড। ছবির নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে এই ছবি বর্তমান ডিজিট্যাল দুনিয়ার সঙ্গে একেবারে প্রযোজ্য। ছবিতে পরিচালক দিবাকর ব্যানার্জি নেট দুনিয়ার মরণ ফাঁদের এক জাল বুনেছেন তথ্যচিত্রের আকারে। এর আগে ২০১০ ঠিক একই কায়দায় গল্প বলেছিলেন পরিচালক। এবারও তার অন্যথা হয়নি।

প্রধাণত তিনটি আলাদা আলাদ গল্প নিয়ে এগিয়েছে এলএসডি টুর চিত্রনাট্য। প্রথম গল্পটি দানা বেঁধেছে এক রিয়ালিটির ঘটনাকে কেন্দ্র করে। যার লিড রোলে রয়েছেন পরিতোষ তিওয়ারি। এছাড়াও মৌনী রায় ও তুষার কাপুরকে দেখা যাবে এই গল্পে। ছবির দ্বিতীয় গল্পটা এগিয়েছে কুলুর জীবনের উপর। এই গল্পের মূল বিষয় সেক্সের শেয়ার। এই পর্বে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং কুলুর ভূমিকায় দেখা যাবে বণিতা রাজপুরোহিতকে। আর ছবির শেষ গল্পে দেখানো হয়েছে ডাউনলোড। এই গল্পের নায়ক শুভম। যে কোনও মূল্যে ফলোয়ার্স বাড়াতে হবে তাকে। হোক না মিমের ‘ধোঁকা’ বা যৌনদৃশ্য। ডাউনলোডের খেলায় মেতে ওঠে শুভম। কোথায় শেষ হবে এই খেলা? তার অণ্বেষণ করতে করতে ছবিটি শেষ হয়ে যায়। এই গল্পে দুরন্ত অভিনয় করেছেন শুভম ওরফে নবাগত অভিনব সন্তোষ সিং এছাড়াও এই পর্বে রয়েছেন ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ।

এবার ডিজিট্যাল দুনিয়ার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। এর জন্য রিয়ালিটি চেক দিতে তিনি মোবাইল ফ্রেম ব্যবহার করেছেন। ছবির বিষয়বস্তু বেশ ভালো। তবুও তথ্যচিত্র স্টাইলে করতে গিয়ে কিছুটা হলেও সিনেমাটা স্লথ হয়ে পড়ে। বলতে গেলে এই ভিন্নধরণের সাবজেক্টের উপর দক্ষতার সঙ্গে পরিচালক ফুল ফর্মে ব্যাটিং করেছেন। কিন্তু, এই নতুনত্ব কতটা গ্রহণ করবে জেন জেড যুগের ফিল্মি দর্শকরা তার উত্তর দেবে সময়ই।

Related Articles