বিনোদন

শীঘ্রই মুক্তি পাবে ‘ধক ধক’ ছবি! দেখুন ট্রেলার

Dhak Dhak Movie Trailer

The Truth of Bengal: শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘ধক ধক’ ছবিটি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। এই ছবিটি পরিচালনা করছেন তরুণ দুদেজা। ছবির প্রযোজক তাপসী পান্নু।  ছবির ট্রেলার মুক্তি পেতেই ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। মূলত চার নারীর রোড ট্রিপের গল্প বলবে এই সিনেমাটি। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ, সঞ্জনা সাংঘি, রত্না পাঠক শাহকে।

সমাজের বিভিন্ন ধারার চার মহিলাকে দেখানো হয়েছে এই সিনেমায়। তারা বাইকে করে দিল্লি থেকে লাদাখের খারদুংলা পাসের উদ্দেশে যাত্রা করবেন। তাদের এই গোটা সফরে বিভিন্ন ধরণের অভিজ্ঞতা, অভিব্যক্তি, অনুভূতি ও আবিষ্কারের গল্প তুলে ধরা হবে এই ছবিটিতে। সব মিলিয়ে বাইকে করে ভ্রমণের এই ছবি বাইক প্রেমী ও ভ্রমণ প্রেমীদের মন জয় করে নেবে তা বলাই যায়। ছবিটি মুক্তি পেতে চলেছে ১৩ই অক্টোবর। এদিকে ভক্তরা অধীর আগ্রহে ছবি মুক্তির দিকেই তাকিয়ে আছে।

Free Access 

Related Articles