বিনোদন
Trending
রংমিলান্তি পোশাকে দেবলীনা-তথাগত, কীসের ইঙ্গিত দিলেন তারকা জুটি?
Devalina-Tathagata in Rangmilanti clothes, what did the star pair indicate?

The Truth Of Bengal: বেশ কিছুদিন হয়েছে আলাদা হয়েছেন তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। যদিও বেশ কিছু দিন বলা ভুল হবে, বেশ কিছু বছর বলা যায় দুজন দুজনের থেকে দূরে আছেন। সাথে বিবাহ বিচ্ছেদ। তবে এই বিবাহ বিচ্ছেদ কোনভাবেই তাদের কাজকে প্রভাবিত করতে পারেনি।
এবার আরেকবার একই ফ্রেমে রংমিলন্তি পোশাকে দেখা গেল দুজনকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও দেখা গেছে। শিলিগুড়ির একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন দুজনে। একই সঙ্গে মার্জার সরণিতেও হাঁটেন। এদিন তথাগতকে দেখা যায় সাদা ধুতি পাঞ্জাবিতে।
একেবারে খাঁটি বাঙালি বাবু সেজেছিলেম তিনি। কোন দিকে দেবলীনা আর পরনে ছিল তথাগত পাঞ্জাবির মতো রংয়ের সাদা শাড়ি। আর তাদের এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই রীতিমতো ভাইরাল। উভয়ের রংমিলান্তি নজোর কারের অনুরাগীদের।