বিনোদন

‘সমান জনপ্রিয় ‘ঢাকের তালে কোমর দোলে

Dev movie song  

The Truth of Bengal: এই সেই গান। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল জিৎ গাঙ্গুলী পরিচালিত  ঢাকের তালে কোমর দোলে। সুপার ডুপার হিট ছবি পরান যায় জ্বলিয়া রে সেই জনপ্রিয় গান আজও এত বছর পরেও যার সমানভাবে জনপ্রিয়। না শুধুমাত্র গানের দৃশ্যায়ন বা অসাধারণ মিউজিক অ্যারেঞ্জমেন্ট এর জন্যই নয়। পুজোর ঢাক আর পুজোর গন্ধ খুব সুন্দর ভাবে মিশে রয়েছে এই গানের সাথে। আট থেকে আশি সবাই আজও মুগ্ধ এই গানে। হালফিলে অনেক বাংলা গান মুক্তি পেয়েছে বেশ কিছু গান তার মধ্যে জনপ্রিয় বটে।

কিন্তু দেব আর শুভশ্রীর সেই ঢাকের তালে কোমর দোলের গানের সাথে নৃত্য, গানের স্টাইল আর অনবদ্য গানের স্টাইলকে আজও টেক্কা দিতে পারেনি কোনও গান। ২০০৯ সালে সিলভাস স্ক্রিনে মুক্তি পেয়েছিল পরান যায় জ্বলিয়া রে। সেই ছবির সুপার হিট গান ছিল ঢাকের তালে কোমর দোলে’.. মা দুর্গার সামনে দাঁড়িয়ে দেবের ধনুচি নাচ, লাল পাড় সাদা শাড়িতে শুভশ্রীর সুললিত ছন্দে অসাধারণ নৃত্য ঝড় তুলেছিল প্রতিটি বাঙালির হৃদয়। তারপর ১৪ বছর কেটে গেছে। আজও পাড়ার মণ্ডপে মণ্ডপে শোনা যায় সেই গান।

এই গানের মধ্যে বাঙালির নস্টালজিয়া যেরকম আছে সেরকমই আছে পুজোর গন্ধ। একসময় পুজো মানেই মাইকে বেজে উঠতো সেইসময়ের প্রকাশ পাওয়া পুজোর গানের ডালি। যা আজও স্বর্ণ যুগের গান হলেও জনপ্রিয়। সময় পেরিয়ে গেছে বিবর্তন এসেছে গানের জগতে। নতুন নতুন অনেক গানই সুপারহিট হয়েছে। পুজো একই এখনো বুকে বাজে লতা আশা হেমন্ত মান্না কিশোর ম্যাজিক। সেই ম্যাজিক পেরিয়ে মধ্ ২০০৯ সালে মুক্তি পাওয়া “ঢাকের তালে কোমর দোলে”.. পুজোর সেই ফ্লেভার কে ধরে রেখেছে সমান ভাবে।  এই গানের মধ্যে সেই রোমান্টিকতা ফিরে পায় বাঙালির মন।

Related Articles