বিনোদন
Trending

Dedh Bigha Zameen: আশার আলো যখন ‘দেড় বিঘা জমিন’

Dedh Bigha Zameen: When the light of hope is 'Dedh Bigha Zameen'

The Truth Of Bengal: দেড় বিঘা জমিন, এক দাদার তার বোনের বিয়েতে পন দেওয়ার জন্য অর্থ উপার্জনের সংগ্রাম থেকে শুরু করে প্রশাসনের বিরুদ্ধে লড়াই। এমনই একটি গল্পকে ফুটিয়ে তোলে। বোনের বিয়ের সম্বন্ধ ঠিক করতে গিয়ে কুড়ি লাখ ক্যাশ, গয়না থেকে গাড়ি। পাত্রপক্ষের সব চাহিদা মেটানো যেন খুশির বার্তা বয়ে আনে তাদের পরিবারের।

তবে এই অর্থ জোগাড় করতে গিয়ে পরিবারের কপালে পড়ে চিন্তার ভাঁজ। আর তখনই নিজের দেড় বিঘা জমি বিক্রি করার সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এই জমি বিক্রি করতে গিয়েই শুরু হয় এক অদ্ভুত টানাপোড়ানো। তখন জানা যায় যে, ওই জমির উপর অধিকার রয়েছে অন্য আরেকজনের। একদিকে বোনের বিয়ে অন্যদিকে প্রশাসনের সাথে লড়াই। সবটা নিয়ে যেন এক ছেলে, এক দাদার লড়াই চলে নিজের মধ্যেই।

কিন্তু এর মধ্যে থেকেও আইন প্রশাসন সবার সাথে লড়াই করার পরেও নিজের মধ্যে একটা ক্ষীণ আশার আলো বাঁচিয়ে রাখে সে। পুলকিত পরিচালনায় প্রতীক গান্ধী ও খুশালী কুমার যেন তুলে ধরেছেন একেবারে বাস্তবের ছবি। সবশেষে উঠে আসে একটা সাধারন মানুষের মন। যা হয়তো বহু মানুষের ভিড়ের মধ্যে থেকে উঠে আসা কন্ঠস্বর।