বিনোদন

 আসতে চলেছে দাবাড়ু, কার গানে মন কাড়ল দাবাড়ুর জীবন সংগ্রামের গল্প ?

'Dabaru' is about to come, the story of 'Dabaru''s life struggle was touched by whose song?

The Truth Of Bengal :  পথিকৃৎ বসুর পরিচালনায় মে মাসে বড় পর্দায় মুক্তি পাবে দাবাড়ু। অতি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে কী ভাবে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠে তার কথা বলবে ছবিটি। সেই লড়াইয়ের প্রতিচ্ছবি উঠে ছবির টাইটেল ট্র্যাকের প্রতিটি ছত্রে।

গানের শুরুতেই দেখা যায় নাতিকে হাতে ধরে দাবা খেলা শিখিয়েছেন দাদু। ছোট্ট বয়সেই দাদুর সঙ্গে খেলে দাবার সঠিক দান রপ্ত করেছিলেন সূর্য। যা তাঁকে দাবাড়ু হয়ে উঠতে সাহায্য করে। তাই গানের কথা ‘দাবার চালে খেলা ঘুরবে’ টাইটেল ট্র্যাক শুরুর প্রথম লাইনেই ঝড় তুলেছে রূপমের কণ্ঠ। ‘আড়াই চালে ঘোড়া ছুটবে, রাজা-মন্ত্রী দ্বন্দ বিরোধীতায় নতুন ভোরের আলো ফুটবে। আসল খেলা এবার জমবে…’।

গানের এই প্রতিটি লাইন মন ছুঁয়েছে দর্শকের।ভিও-৩- দাবাড়ু হয়ে ওঠার জন্য সূর্যের অদম্য জেদ ফুটে উঠল রূপম ইসলামের প্রত্যয়ী কন্ঠে। গানের প্রতিটা লাইনে জীবনে চড়াই-উৎরাইয়ের মাঝেও অদম্য জেদ কী ভাবে সূর্যকে তাঁর স্বপ্নপূরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল তারই নির্যাস রয়েছে দাবাড়ুর টাইটেল ট্র্যাকে। ইতিমধ্যেই রূপমের কণ্ঠে মন ভেজালো দাবাড়ুর এই গানটি।

 

Related Articles