ফের বাঙালির আবেগকে আঘাত, বাংলার মিষ্টি নিয়ে বিদ্রুপ করলেন কমেডিয়ান ভারতী!
Comedian Bharti made fun of Bengali sweets again, hurting the emotions of Bengalis!

The Truth Of Bengal : বিখ্যাত নজরুল গীতি ‘কারার ওই লৌহ কপাট’ গানটি বিকৃত করায় তীব্র নিন্দার মুখে পড়েছিলেন অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান। বাঙালির আবেগ নিয়ে ছিনিমিনি খেলায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের বাঙালির আবেগ কে আঘাত দেওয়ায় প্রবল কটাক্ষের মুখে পড়লেন জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালিকা ভারতী সিং। এক টিভি অনুষ্ঠানে সন্দেশ নিয়ে ব্যাঙ্গ করতে দেখা যায় ভারতীকে। আর সেই ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে। ভিডিওয় ভারতীর আচরণ দেখে নেটিজেনদের প্রশ্ন, ভারতী কি বাঙালির মিষ্টিকে ভারতীয় মিষ্টি বলতেই নারাজ? ঠিক কি করেছিল ভারতী।
ভাইরাল ভিডিওতে দেখা যায় ভারতীর পাশে রয়েছে তাঁর স্বামী হর্ষ। একটি শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই দম্পতি। সেখানে প্রতিযোগী ঐশ্বর্যর কাছে তিনি জানতে চান, কোন মিষ্টি তাঁর পছন্দ। ঐশ্বর্য বলেন, ”বাঙালি মিষ্টি সন্দেশ।” সঙ্গে সঙ্গে সেই উত্তরটিকে ব্যাঙ্গ করেন ভারতী। মুখ বিকৃত করে ‘সন্দেশ’ বলতে শোনা যায় তাঁকে। এর পর তিনি প্রশ্ন করেন, ভারতীয় মিষ্টির মধ্যে কোনটা পছন্দ ঐশ্বর্যর? যা শুনে বিস্মিত ওই প্রতিযোগী বলেন, ”এটা তো ভারতীয় মিষ্টিই।” সেই উত্তরের প্রতিক্রিয়াতেও ব্যাঙ্গ করতে দেখা যায় ভারতীকে। আর মিষ্টি নিয়ে এভাবে বিদ্রুপ করতেই হুহু করেই ছড়িয়ে পড়ে ভিডিওটি । ভিডিওটি ভাইরাল হতেই ক্ষুব্ধ নেটিজেনেরা।
কাউকে বলতে শোনা যাচ্ছে, ‘নিজেদের রক্ত দিয়ে জীবন দিয়ে ভারত স্বাধীন করার পর বাঙালির তো আজ এটাই পাওনা ছিল!’ এমনই বক্তব্য আরও অনেকেরই। সম্প্রতি নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটিতে একেবারে ভিন্ন সুর দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এ আর রহমান। মূল গানটির রৌদ্র রস রহমানের গানে অনুপস্থিত ছিল। এতে আসল গানটির চরিত্র হনন করা হয়েছে বলেই অভিযোগ। পরিস্থিতির চাপে পড়ে ক্ষমা চেয়েছেন যে ছবিতে গানটি ব্যবহৃত হয়েছিল, তার নির্মাতারা। যদিও এখনও নীরব খোদ রহমান। আর এরই মধ্যে ভারতী সিংয়ের আচরণ ঘিরে তৈরি হল নয়া বিতর্ক।
FREE ACCESS