বিনোদন

বলিউড যাত্রা যীশু কন্যার! সত্যিটা জানালেন সারা নিজেই

Bollywood journey of Jesus' daughter! Sara herself revealed the truth

Truth Of Bengal: সারা সেনগুপ্ত। অভিনেতা যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার কন্যা সারা। ইদানিং মডেলিং এ সারার উপস্থিতি বেশ নজর কেড়েছে। যদিও অভিনয় হাতেখড়ি অনেকেই আগেই হয়েছে সারার। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’ ছবিতে সারার অভিনয় প্রশংসাও কুড়িয়েছে সকলের। কিছুদিন আগেই শোনা গিয়েছিল বলিউডে ডেবিউ করতে চলেছেন যীশু কন্যা। এমনকি শোনা গিয়েছিল সলমন খানের ব‌্যানার থেকে লঞ্চ করা হতে পারে সারাকে। এবার অবশেষে সামনে এল সত্যি। গুঞ্জন ওড়ালেন সারা নিজেই। সারা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন তার বলিউড যাত্রার গুঞ্জন নিয়ে।

সারা ইন্সটাগ্রামে লেখেন, ‘‘কিছু খবর চোখে পড়েছে সম্প্রতি। তাই কয়েকটা জিনিস স্পষ্ট করতে এলাম। দেখলাম বলা হচ্ছে যে, আমি নাকি বলিউডে পা রাখতে চলেছি। যদিও ভবিষ্যতে আমার অভিনয়ের পরিকল্পনা রয়েছে, তবে বর্তমানে আমি চাই মডেলিংটাই মন দিয়ে করতে। আশা করি, কোনও দিন এটাই সত্যি হবে।’’

Bollywood journey of Jesus' daughter! Sara herself revealed the truth
চিত্র : সংগৃহীত

অর্থাৎ সারা যে এখন বলিউডে ডেবিউ করছেন না তা স্পষ্ট করে দিলেন। উল্লেখ্য, ২০১৮ সালে সৃজিত মুখোপাধ‌্যায়ের ‘উমা’ ছবিতে সারা সেনগুপ্ত প্রথমবার অভিনয় করেন। ছবিতে বাবা যীশু সেনগুপ্ত এর সঙ্গেই অভিনয় করেছিলেন সারা। রিল লাইফের বাবা মেয়ের অভিনয় বেশ পছন্দ হয়েছিল সকলের। সেই শুরু। যদিও এখন অনেক পরিণত সারা। বয়স বেড়েছে। এখন চুটিয়ে মডেলিং করছেন সারা। একাধিক আইকনিক ফ‌্যাশন ব্র‌্যান্ডের শোতেও দেখা গিয়েছে সারাকে। তার জন্যে প্রশংসাও কুড়িয়েছেন যথেষ্ট। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় সারা। প্রায়ই নিজের বিভিন্ন ছবি ভাগ করেন। যা নজর কারে সকলের।

Related Articles