শ্রেয়া-অনুপমের ‘আজ সারা বেলা’, গান লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন কলাকুশলীরা
Bohurupi movie cast on new song launch

Truth Of Bengal : গতবছর পুজোতে রক্তবীজ ছবির দারুন সাফল্যের পর এবছর পুজোতে বাজিমাত করতে প্রস্তুত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটি। আসছে তাদের নতুন ছবি বহুরূপী। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী।ছবিতে পরিচালনার পাশাপাশি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। এছাড়াও ছবিতে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। আগেই প্রকাশ্যে এসেছিল ছবির টিজার এবং গান। যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল।
বৃহস্পতিবার সামনে এল ছবির আরও একটি গান‘আজ সারা বেলা’। এই গান লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলীরা। অনুষ্ঠানে শীমুল পলাশ গানে কৌশানির সঙ্গে পায়ে পা মেলান ঋতাভরী চক্রবর্তী।‘রক্তবীজ’ ছবিতে আবির হয়েছিলেন আইজি পঙ্কজ সিনহা। ‘বহুরূপী’তে তিনি এসআই সুমন্ত ঘোষাল। বহুরূপী ছবিতে উঠে আসবে বাংলার বুকে ঘটে যাওয়া সবথেকে বড় এবং ভয়ঙ্কর ব্যাঙ্ক ডাকাতির কথা।‘রক্তবীজ’ ছবিতে আবির হয়েছিলেন আইজি পঙ্কজ সিনহা। ‘বহুরূপী’তে তিনি এসআই সুমন্ত ঘোষাল।
ছবিতে আবিরের স্ত্রী এর চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী হিসেবে ধরা দেবেন কৌশানি মুখোপাধ্যায়।আগামী ৮ অক্টোবর উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাবে বহুরূপী।
উল্লখ্যে, এবার পুজো জমজমাট হতে চলেছে সব সিনেপ্রেমীর জন্য। কারন এবছর পুজোতে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাবে বড় পর্দায়। ওই একই দিনে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা। এই থ্রিলার ঘারানার ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দেব, রুক্মিনী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়ও পথিকৃৎ বসু পরিচালিত ছবি শ্রাস্ত্রী। এই ছবিতে ১৬ বছর পর একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়কে। অন্যদিকে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি সন্তান মুক্তি পাওয়ার কথা পুজোতে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও ঋত্তিক চক্রবর্তীকে। অরিন্দম শিল পরিচালিত মিতিন মাসি পুজোতে মুক্তি পাবে।