
The Truth of Bengal: বৃহস্পতিবার, ঘোষিত হল মনোজ বাজপেয়ীর পরবর্তী ছবি ভাইয়াজীর মুক্তি তারিখ। আগামি ২৪ মে মুক্তি পাবে ভাইয়াজী। সির্ফ এক বান্দা কাফি হ্যায়-এর পর ফের মনোজ বাজপেয়ীকে নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অপূর্ব সিং কারকি। ছবির মুক্তিপ্রাপ্ত টিজারে মনোজকে ভয়ঙ্কররূপে দেখা গেছে। ছবিটি ২০১৪ সালে বিহারের সীতামারহিতে সেট করা হয়েছে, এবং মনোজকে একটি দেশি অবতারে, ধুতি পরা এবং কাঁধে গামছা নিয়ে দেখা যাবে। অভিনেতা তার সোশ্যাল অ্যাকাউন্টে ছবির টিজার শেযার করেছেন।চলুন এবার দেখে নেওয়া যাক ভাইয়াজীর টিজার।