বিনোদন

আসছে আয়ুষ্মান-রশ্মিকার ‘থামা’, ছবির সেটে থেকে ভিডিও পোস্ট জুটির

Ayushmann-Rashmika's 'Thama' is coming, the pair posts a video from the sets

Truth Of Bengal: বলিউডে এবার নতুন জুটি। প্রথমবার জুটি বেঁধেছেন আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মন্দানা। আসছে তাদের নতুন ছবি ‘থামা’। ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্স -এ এবার ফুটিয়ে তোলা হবে এক প্রেমকাহিনী। ইতিমধ্যেই ছবির শুটিং ও শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই ছবির সেটে থেকে ভিডিও শেয়ার করে বিশেষ বার্তা দিলেন আয়ুষ্মান-রশ্মিকা।

একটি ভিডিও পোস্ট করে সকলকে ২০২৫ সালের শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান-রশ্মিকা। আঙুলের কায়দায় তৈরি করেছেন সিনেমার নাম। THAMA – KE – DAR (ধামাকাদার) নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন একেবারে অন্যরকমভাবে। দুজনের মুখেই চওড়া হাসি। ছবিতে একসঙ্গে কাজ করতে পারে দুজনে যে খুব খুশি সেটা স্পষ্ট ভিডিওতে।

উল্লেখ্য, হরর কমেডি ঘরণার ‘থামা’ ছবির পরিচালনা করছেন মুঞ্জা খ্যাত পরিচালক আদিত্য সরপোদ্দার। ছবির প্রযোজনায় রয়েছেন অমর কৌশিক এবং দীনেশ ভিজান। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নীরেন ভাট, সুরেশ ম্যাথিউ এবং অরুণ ফুলারা। সিনেমায় আয়ুষ্মান, রশ্মিকা ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী। প্রসঙ্গত, বলিউডে হরর কমেডি সিনেমা বেশ ভালই জনপ্রিয়তা অর্জন করেছে।

২০২১ সালে রুহি, ২০২৪ সালে মুঞ্জা, ২০১৮ সালে স্ত্রী, ২০২৪ সালে স্ত্রী-টু, ২০২৪ সালে ভুল ভুলাইয়া ২, ২০২২ সালে ভেরিয়া বক্স অফিসে দারুন হিট হয়েছে। সেই ধারা বজায় রেখে আয়ুষ্মান-রশ্মিকার ‘থামা’ ও বক্স অফিসে ঝড় তুলবে তার আর বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে আয়ুষ্মান-রশ্মিকাকে প্রথমবারের জন্যে বড়পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন সকল সিনেপ্রেমীরা।

Related Articles