বিনোদন

আচমকা জ্ঞান হারালেন সায়ন্তনী! কড়া ডায়েট নাকি অন্য কিছু? কি জানালেন অভিনেত্রী

Actress sayantani guhathakurta fainted out and broken foot due to excessive gym

The Truth Of Bengal: বিপদের মুখে অভিনেত্রী। ডায়েট করার ফলে তার সাথে যে এমন হবে তিনি তা ঘুনাক্ষরে ও আন্দাজ করতে পারেননি। ডায়েট করে ফিট থাকতে কি উল্টে জ্ঞান হারালে অভিনেত্রী। জ্ঞান হারানোর পাশাপাশি পায়ে চোট পেয়েছেন তিনি। চোট পেয়ে অভিনেত্রী সেই পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় করেন।

অভিনেত্রীর পোস্ট দেখে যথারীতি উদ্বেগ তার অনুগামীরা। সায়ন্তনী জানিয়েছেন , মাঝরাতে হঠাৎ করে খিদে পেয়ে যায় সায়ন্তনীর। ডিম সিদ্ধ করে খাবার জন্য রান্নাঘরে গিয়ে বিপত্তি ঘটে । হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যান। অভিনেত্রী জানান, কড়া ডায়েট ও অতিরিক্ত জিমের কারনে এমনটা হয়েছে। পাশাপাশি তিনি জানান তার পায়ের পাতার হাড়ও ভেঙেছে।

এই মুহূর্তে সায়ন্তনী ঝুলিতে তিনটি ছবি রয়েছে । সেই ছবির জন্যই তাকে নিয়মিত শরীরচর্চা করতে হচ্ছে। তাড়াতাড়ি যাতে রোগা হওয়া যায় তার জন্য ডায়েট মেন্টেন করছেন অভিনেত্রী। তবে এই ডায়েটমেন্ট করতে গিয়ে বিপত্তি ঘটে। প্রসঙ্গত, রাজর্ষি দে-র পরিচালনায় ‘ও মন ভ্রমণ’ ছবির শুটিং শুরু হবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকে। এরকম সময় পায়ে চোট পাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছেন সায়ন্তনী।

Related Articles