বিনোদন

বিয়ের আমন্ত্রণ পেয়েই সোনাক্ষীর বিয়ের সত্যতা জানালেন অভিনেত্রী পুনম!  

Actress Poonam revealed the truth of Sonakshi's marriage after receiving the wedding invitation!

The Truth Of Bengal: ‘দাবাং’ গার্লের বিয়ে নিয়ে কন্ট্রোভার্সির শেষ নেই। বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। তবে প্রথম থেকেই এই সংবাদ’কে একেবারেই রটনা বলেই ধরে নিয়েছিলেন অনুরাগীরা আর অন্যান্যরা ভেবেছিলেন সবটাই পিয়ারের কাজ। তবে বাবার সাক্ষাৎকারের পর এবং বিয়ের কার্ডের ইতিপূর্বেই ছাপানোর খবর প্রকাশ্যে এলেই কিছুটা সত্যি ঘটনা বলেই ধরে নেওয়া হয় সংবাদটিকে। তবে এখনও পরিবার সূত্র এবং লভ বার্ডদের মধ্যে কেউই কোনও মন্তব্য করেননি।

তবে এবার সত্যতা এল প্রকাশ্যে। এদিন শুধুমাত্র রটনা মনে করা খবরটিকে সত্য বলেই প্রমাণ করলেন অভিনেত্রী পুনম ধিলোঁ। তিনি এদিন জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁর কাছে এসেছে সোনাক্ষী এবং জাহির এর বিয়ের আমন্ত্রণ পত্র। তাছাড়াও তিনি দুজনকে আশীর্বাদ করে বলেন, “সোনাক্ষী একটি খুব সুন্দর আমন্ত্রণ পাঠিয়েছে, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি এবং সোনাক্ষীর জার্নিটা দেখেছি। তাই, আমি ওর সমস্ত সুখ কামনা করি”। তাছাড়াও পুনম এদিন আরও বলেন, “সোনাক্ষী ভীষণ মিষ্ট একটা মেয়ে, আসলেই একটা অমূল্য রত্ন”।

কিছুদিন আগেই শত্রুঘ্ন সিনহাও তাঁর দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “যেটুকু খবরে লেখা হয়েছে আমিও সেটুকুই শুনেছি”। তবে অনেকেই মনে করছেন তিনি বোধহয় কথাটি কিছুটা অভিমান করছেন মেয়ের প্রতি বলেছেন। এটি আরও স্পষ্ট হয় তাঁর কথায় যখন তিনি এদিন আরও বলেন, “এখনকার বাচ্চারা অনুমতি নেয় না তাঁরা কেবল খবরটা জানায়”। তবে কি এই মন্তব্যের পরও সোনাক্ষীর বিয়ের গুঞ্জনকে উড়িয়ে দেওয়া যায়? তবে ঘটনা সত্যি না মিথ্যে বোঝা দায়। তিনি এদিন এও বলেন, যে ঘটনাই ঘটুক না কেন তাঁর শুভেচ্ছা সব সময়ই থাকবে মেয়ের জন্য।

 

Related Articles