
The Truth of Bengal: টলিউড পাড়াতে এলো খুশির খবর । বাবা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। সোমবার সকালে অভ্রজিত ও তাঁর স্ত্রী রিনিকা সাহার কোল জুড়ে এল ফুটফুটে পুত্র সন্তান। সোশ্য়াল মিডিয়াতে নিজেরাই সেই সুখবর দিলেন দর্শকদের উদ্দেশে।
তিনি লিখলেন, ‘সকালে আমাদের ঘরে এক পুত্র সন্তান এসেছে, আমরা আশীর্বাদ ধন্য।’ মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন, জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি শুভেচ্ছা বার্তার জন্য সকলকে ধন্যবাদ জানান অভিনেতা। অভ্রজিতের স্ত্রী রিনিকা তিনি ধারাবাহিকে সহ পরিচালনার কাজ করেন। সিরিয়ালের সেট থেকেই দু’জনের আলাপ, বন্ধুত্ব ও প্রেম।
গত বছরই বিয়ে সেরে ফেলেন দুজনে। আর এবার বছর ঘুরতেই সংসারে নতুন সদস্য। ‘কে আপন কে পর’, ‘অনুরাগের ছোঁয়া’র পাশাপাশি ‘এই পথ যদি না শেষ হয়’, গ্রামের রাণী বীণাপাণি-র মতো অসংখ্য জনপ্রিয় মেগা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভ্রজিতকে। সম্প্রতি অভ্রজিতকে একটি বড়পর্দারার ছবিতেও অভিনয় করতে দেখা মিলেছে।