বিনোদন

রোড ট্রিপে ‘আবার অরণ্যে দিনরাত্রি’, টলিউডে নতুন বন্ধুত্বের সূচনা

'Abar Aranye Din Ratri'

The Truth of Bengal: ‘অরণ্যের দিনরাত্রি’তে চার বন্ধু, অসীম, সঞ্জয়, হরি এবং শেখরকে পৌঁছে দিয়েছিলেন পালামৌতে। আর এবার একুশ শতকের চার বান্ধবী পাড়ি দিলেন পাহাড়ে। সেই গল্পই পর্দায় তুলে ধরবেন পরিচালক সুমন মৈত্র। ছবির নাম আবার অরণ্যে দিনরাত্রি। বুধবার ছবির ট্রেলার লঞ্চে হাজির হলেন ছবির কুশীলবরা।

ফের রোড ট্রিপের গল্প নিয়ে আগামি এপ্রিলে আসছেন টলিউড পরিচালক সুমন মৈত্র। সুমনের এই ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায় এবং যুক্তা রক্ষিত। আর এদের নিয়েই ডুয়ার্সের পাহাড়ি পথে পাড়ি দেবে দর্শক। সৌজন্যে টলিউডের নতুন ছবি আবার অরণ্যে দিনরাত্রি। বুধবার শহরের এক রেস্তোরাঁয়া ধুমধাম করে রিলিজ করা হল ছবির ট্রেলার। সেই ট্রেলার লঞ্চে এসে ফটোসেশনে মাতলেন টলিউডের এই চারকন্যা। এই ছবি বেড়ানোর গল্প বলে। বন্ধুত্বের উদযাপন করে এমনটাই জানালেন টলিউড নায়িকারা

ছবিতে নন্দিনী তার বন্ধু, এনাক্ষী, শ্বেতা এবং মিঠিকে তাদের ট্র্যাভেল ভ্লগ, “মুসাফিরানা”র জন্য উত্তরবঙ্গ ডুয়ার্সে নিয়ে যায়। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, চার বান্ধবী হারিয়ে গিয়েছিলেন পাহাড়ি পথে। তখনই গল্পে আসে মোচড়। এরপর কী হয়, তাই জানা যাবে আবার অরণ্যে দিনরাত্রি ছবিতে। শুধু যে এই ছবির চারটি মেয়ের ভ্রমণের কথা বলবে তা কিন্তু নয়, এই ছবি মধ্যে নারীর বিভিন্ন সত্ত্বা তুলে ধরা হয়েছে বলে জানালেন পরিচালক সুমন মৈত্র।

সত্যজিত রায়ের হাত ধরে ‘অরণ্যের দিনরাত্রি’তে চার বন্ধু, অসীম, সঞ্জয়, হরি এবং শেখরকে পৌঁছে দিয়েছিলেন পালামৌতে। আর এবার একুশ শতকের চার বান্ধবী পাড়ি দিলেন ডুয়ার্সের পাহাড়ে। একবিংশ শতাব্দীর জেন জেড-এর এই রোড ট্রিপের জার্নি কতটা মনে ধরে দর্শকের তা জানা যাবে ছবি মুক্তির পরেই। এখন শুধু তারই অপেক্ষা।

Related Articles