বিনোদন

স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাচ্ছে একটি নয়, দুটি নয়, মোট ১০ টি ছবি

a total of 10 films are being released on Independence Day

Truth Of Bengal: রাত পোহালেই দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হবে দেশ জুড়ে। সরকারি ভাবে ছুটি থাকবে স্কুল, কলেজ সহ বিভিন্ন অফিস। ছুটির আনন্দ চুটিয়ে উপভোগ করতে গেলে স্বপরিবারে পৌঁছে যাওয়া যেতে পারে কোন সিনেমা হলে। কেন বলছি? আসলে সিনেপ্রেমীদের জন্য বড় সুখবর। স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাচ্ছে ১ নয়, ২ নয়, মোট ১০ টি ছবি। তাই চলতি বছরে ১৫ অগাস্ট সাধারণের কাছে খুব স্পেশাল একটা দিন। এক নজরে দেখে নেওয়া যাক ১৫ অগাস্ট একসঙ্গে কি কি ছবি রিলিজ করছে।

১৫ অগাস্টেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দর্শকদের বহু প্রতীক্ষিত ছবি ‘থাঙ্গালান’। চিয়ান বিক্রমের এই ছবি কেজিএফের ফুল প্যাকেজ। একই সঙ্গে মুক্তি পাচ্ছে রাজকুমার রাও ও শ্রাদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী ২’। এদিন অক্ষয় কুমারের ছবি ‘খেল খেল মে’ রিলিজ করবে। পুরোপুরি কমেডি ঘরানার এই ছবি। মুক্তি পাচ্ছে রবি তেজার দক্ষিনী ছবি ‘মিস্টার বচ্চন’। মনে করা হচ্ছে এই ছবিটি বেশ জনপ্রিয়তা লাগ করতে চলেছে। এই দিনেই মুক্তি পেতে চলেছে জন আব্রাহামের ভেদা। হিন্দি ও দক্ষিনি ছবি ছাড়াও মুক্তি পাচ্ছে আরও অনেক ছবি।

এই তালিকার মধ্যে রয়েছে বাংলা ছবিও। রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পাচ্ছে বাবলি ছবি। যেখানে অভিনয় করতে দেখা যাবে টলি কুইন শুভশ্রীকে। সাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস বাবলির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবিটি। ছবিতে অভিনয় করতে দেখা যাবে আবিরকেও। এছাড়াও মুক্তি পাচ্ছে ‘ডেমোন্ট কলোনি২’। মুক্তি পাচ্ছে ভজপুরি ছবি, যার নাম ‘নিরহুয়া হিন্দুস্তানি ৪’। আবার দক্ষিনী অভিনেত্রী কীর্তি সুরেশের ছবি  ‘রঘু টাটা’।

Related Articles