বিনোদন

আসতে চলেছে নতুন জুটি, এক ফ্রেমে দেখা যাবে জোয়া সলমনকে

A new pair is coming, Zoya Salman will be seen in one frame

Truth Of Bengal:  বিখ্যাত গল্পকার সেলিম খান ও চিত্রনাট্যকার জাভেদ আখতার একসাথে বহু কাজ দর্শকদের উপহার দিলেও তাদের সন্তানেরা অর্থাৎ সুপারস্টার সলমন খান এবং চিত্রনাট্যকার জোয়া আখতার কখনো একসাথে কাজ করেননি। জাভেদ আখতারের কন্যা জোয়া সম্প্রতি নায়কদের সাথে  কাজ করা নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, কোলাবরেশন তখনি সুন্দর হবে যখন দুজনের পছন্দ একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে বা দুজনের একসাথে কাজ করতে ভালো লাগবে।

জনপ্রিয় নাট্যকার জোয়া আখতার ‘ গলি বয়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা ‘ , ‘লাক বাই চান্স ‘ এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন। ইতিমধ্যেই তিনি বলিউড অভিনেতা  সলমন খানের সাথে জুটিও বাঁধতে চেয়েছেন। জোয়া এক সাক্ষাৎকারেও সলমনের সাথে দুটি বাঁধার ইচ্ছে প্রকাশ করেছে। তিনি একটি কোলাবরেশনের আভাস দিয়ে বলেছেন, ‘এটা আমার জন্য দারুন একটা অভিজ্ঞতা হবে তবে তিনি একজন মেগাস্টার । তাঁর  ব্যক্তিত্ব একটু আলাদা রকমের।

পাশাপাশি ওর একটি ফ্যানবেসও রয়েছে। তাই আমাকে অবশ্যই একটি বিষয় খুঁজে বের করতে হবে যে তাঁর, তাঁর ভক্তদের জন্য এবং আমার জন্য কাজের ক্ষেত্রে কোন জায়গায় ভাবনায় মিল হয়। যেই মুহূর্তে আমরা এই পছন্দের বিষয়টা খুঁজে পাব তখনই কাজটা সুন্দর হয়ে উঠবে , আর কাজটা করতেও আমাদের মজা হবে।’ অ্যামাজন প্রাইম ভিডিওতে আসন্ন ডকুমেন্টারি ‘অ্যাংরি ইয়াং মেন’  এ জোয়াকে সহ প্রযোজনা করতেও দেখা যায়।

এই ডকুমেন্টারি মাধ্যমে সেলিম খান ও জাভেদ আখতারের জীবন ও  একসাথে কাজ করার দিকটিও ফুটে উঠেছে। ইতিমধ্যেই জোয়া সিরিজ সম্পর্কে বলতে গিয়ে সলমনের সাথে সামনাসামনি দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন। ‘অ্যাংরি ইয়াং মেন’ ট্রেলার সামনে আসার পর থেকেই সেলিম এবং জাভেদ  পরবর্তীতে আবার একসাথে কাজ করার ইঙ্গিত দিয়েছেন আর তাতেই ভক্তরা আনন্দে গা ভাসিয়ে দিয়েছেন।

তবে এ বিষয়ে জোয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন, ‘আমি এ বিষয়ে তেমন কিছু জানি না , তাঁরা নিজেদের মধ্যে কি আলোচনা করেছেন। যদি তেমনটা হয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই  সেটির পরিচালনা করব।’

Related Articles