হয়ে গিয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি, এখন কেমন আছেন শ্রেয়স তলপড়ে?

বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। জানা গেছে, শ্রেয়সের হৃদযন্ত্র ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তবে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে বাঁচাতে সক্ষম হন।
শ্রেয়সের স্ত্রী দীপ্তি তলপড়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, তাঁর স্বামী এখন অনেকটাই সুস্থ। তিনি বলেন, “আমি আপনাদের সকলকে স্বস্তির সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী এখন আগের থেকে অনেক ভালো আছেন। আর কয়েক দিন পরে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারব। চিকিৎসক টিমের কাছে আমি কৃতজ্ঞ।”
শ্রেয়স তলপড়ে বর্তমানে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শুটিং করছিলেন। সেই ছবিরই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং শেষ করে বাড়ি ফিরতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। শ্রেয়সের এই খবর শুনে তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন তাঁরা। শ্রেয়সের স্ত্রী দীপ্তি তাঁদের উদ্বিগ্নতা প্রশমনের জন্য এই পোস্ট করেন।