বিনোদন

স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীকে যে করেই হোক মুখার্জি বাড়ি থেকে বিতাড়িত করবে মেহেন্দি!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”র নতুন পর্বে দেখা গেছে, মল্লিকা দেবীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে কেউ। এই ঘটনায় জগদ্ধাত্রী সন্দেহের তীর নিক্ষেপ করেছে স্বয়ম্ভুর দিকে। কিন্তু স্বয়ম্ভুর মা, বৈদেহী মুখার্জী, তার ছেলেকে অপমান করতে দেবেন না বলে জগদ্ধাত্রীকে সাবধান করে দেন।

এদিকে, স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীকে পরিবারের সদস্য হিসেবে মেনে নিতে চান বৈদেহী। তাই সবাই মিলে পিকনিকের পরিকল্পনা করেন। কিন্তু মেহেন্দি এই পিকনিকের বিরোধিতা করে। সে চায় না স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী তাদের পরিবারের সদস্য হোক।

মেহেন্দির এই মনোভাব নিয়ে স্বয়ম্ভু খুবই হতাশ। সে মনে করে, মেহেন্দি তাকে কখনোই মেনে নেবে না। কিন্তু জগদ্ধাত্রী তাকে আশ্বস্ত করে বলে, মেহেন্দি একদিন তাকে বুঝতে পারবে।

Related Articles