বিনোদন

সৌরভের বায়োপিক পরিচালনা করবেন বলিউডের এই জনপ্রিয় পরিচালক!

 

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জল্পনা চলছে অনেকদিন ধরেই। অবশেষে জানা গেল, এই বায়োপিকে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। আর পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে।

লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনায় এই বায়োপিকের শুটিং শুরু হবে ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে। আনুষ্ঠানিকভাবে এখনও ছবির নাম বা কাস্টিং ঘোষণা করা হয়নি। তবে বলিউডের অন্দরে পাকা খবর, এই বায়োপিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

আয়ুষ্মান খুরানা একজন গুণী অভিনেতা। তিনি এর আগে ‘ভিকি ডোনার’, ‘আন্দাজ অ্যাপিস’, ‘লুডো’র মতো একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ক্রিকেট কিংবদন্তীর ভূমিকায় তাকে দেখার জন্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

বিক্রমাদিত্য মোতওয়ানে একজন প্রতিভাবান পরিচালক। তিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক ছবি পরিচালনা করেছেন। তাই তার পরিচালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক দর্শকদের জন্য একটি আকর্ষণীয় সিনেমা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আয়ুষ্মান খুরানা ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলাতে ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেছেন বলে জানা গিয়েছে।

Related Articles