বিনোদন

সৌমিতৃষার পর এবার বড় পর্দায় সিদ্ধার্থ ওরফে আদৃত! উচ্ছ্বসিত অনুরাগীরা

 

মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই আদৃত রায়ের ভক্তরা তাঁকে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তিন বছর পর বড়পর্দায় ফিরছেন আদৃত।

আদৃত অভিনীত নতুন ছবির নাম এখনও জানা যায়নি। তবে শীঘ্রই ছবির নাম ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। এই ছবিটি পরিচালনা করবেন অভিরূপ ঘোষ।

ছবিতে আদৃতের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আদৃতের ক্যারিয়ারের শুরুর দিকের চরিত্র থেকে এই ছবিতে তিনি একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবেন বলে আশা করা হচ্ছে।

আদৃতের এই ছবিতে অভিনয় করার খবর শুনে তাঁর ভক্তরা উচ্ছ্বসিত। তারা আদৃতের নতুন ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।আদৃত রায় ২০১৮ সালে নূর জাহান ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক করেন। এরপর তিনি প্রেম আমার ২ ছবিতে অভিনয় করেন। তবে ছোটপর্দায় মিঠাই ধারাবাহিক দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

Related Articles