বিনোদন

সূর্যের দেওয়ার ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে দিল দীপা!

 

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।মিশকার সমস্ত রকমের কুকর্ম মিটিয়ে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে সূর্য এবং দীপা। কিন্তু দীপার মনে কোথাও গিয়ে যেন এখনো ভয় কাজ করছে। লাবণ্য তাকে জানায় এখন ভয় পাওয়ার কিছু নেই এবার থেকে সব ভালো হবে।

বিয়ের দিন নিষ্কা উপস্থিত হয়েছে সেনগুপ্ত পরিবারে সেখানে এসেও সূর্যকে ওপেন চ্যালেঞ্জ করছে ডিএনএ টেস্ট করার জন্য। সূর্য রাজি হয়ে মিশেকাকে বলে তার মিথ্যে গল্প যদি সত্যি হয় তাহলে মিশকা যা বলবে সে তাই করবে।

সোনা ও রুপা কে সঙ্গে করে দীপা নিয়ে এসেছে মিশকা বাড়িতে সেখানে গিয়ে কি করে মিশকা আন্টিকে বিপাকে ফেলতে হয় খুব ভালো মতন জানে সোনা ও রুপা তাই একটার পর একটা বায়না করেই যাচ্ছে।

Related Articles