বিনোদন

সরকারে থেকেও সরকারবিরোধী ছবি, প্রধান দেখে সকলে কুর্নিশ জানাচ্ছে দেবকে!

 

দেব অভিনীত ‘প্রধান’ ছবিটি মুক্তি পেয়েছে কিছুদিন হল। ছবিটি সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করেন, ‘প্রধান’ ছবিটি দেবের কেরিয়ার সেরা ছবিগুলির মধ্যে একটি।

ছবিটির গল্প শুরু হয় একটি গ্রামে। সেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন পুলিশ প্রধান হিসেবে যোগ দেন দীপক। তিনি একজন সৎ ও নীতিবান মানুষ। তিনি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

দীপক প্রধানের নেতৃত্বে গ্রামে সত্য ও ন্যায়ের জয় হয়। তিনি দুর্নীতিবাজ পঞ্চায়েত প্রধানকে পরাজিত করেন।ছবিটিতে দেব একজন সৎ ও ন্যায়বান পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। তিনি তার চরিত্রে বেশ ভালোই মানিয়েছেন। ছবিটির অন্যান্য অভিনেতারা, যেমন সোহম চক্রবর্তী, নীল মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, মমতা শংকর, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন।

ছবিটির গল্প বেশ মজার এবং আকর্ষণীয়। ছবির পরিচালনাও বেশ ভালো হয়েছে। ছবিটির গান ও সঙ্গীতও বেশ ভালো।ছবিটির কিছু সমালোচনাও হয়েছে। যেমন, ছবির কিছু দৃশ্য বাড়তি মনে হয়েছে। আবার, ছবির চিত্রনাট্যে প্রতিটি চরিত্রের সমান প্রাধান্য দেওয়া হয়নি।

Related Articles