বিনোদন

লন্ডনের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন শুভমন-সারা? ভাইরাল ভিডিও!

 

ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা শুভমন গিল এবং সচিন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকরকে নিয়ে সম্প্রতি বেশ গুঞ্জন চলছিল। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও অনেকে মনে করছিলেন। তবে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, লন্ডনের রাস্তায় হাঁটছেন শুভমন। তাঁর পাশে থাকা এক মেয়েকে সারা বলে ভুল করা হয়। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে, ভিডিয়োর মেয়েটি সারা নন।

ভিডিয়োতে দেখা যায়, শুভমন কালো কোট ও গলায় মাফলার পরে রাস্তা পার হচ্ছেন। তাঁর পাশে থাকা মেয়েটি সারা ক্ষণ হেসেই চলেছেন। তবে দুজনের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না। ভিডিয়োটি দেখে অনেকেই ধরে নিয়েছিলেন যে মেয়েটি সারা। তবে পরে জানা যায়, মেয়েটির নাম রুচিরা ভট্টাচার্য। তিনি একজন ব্রিটিশ-বাঙালি লেখিকা এবং সাংবাদিক।

শুভমন এবং রুচিরা লন্ডনে একই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানের পর তারা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। সেই সময় তাদের একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাতে ভুল করে রুচিরাকে সারা বলে মনে করা হয়।

শুভমন-সারার সম্পর্কের গুঞ্জন নিয়ে আগেও অনেকবার আলোচনা হয়েছে। তবে তারা দুজনেই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Related Articles