বিনোদন

রাজনাথের চড়ে থমকে গেল স্বয়ম্ভু!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে চলছে রোমাঞ্চকর মোড়। জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর বিবাহ বার্ষিকীতে কৌশিকী সব আয়োজন করে রেখেছে। জগদ্ধাত্রীকে নিজ হাতে সাজিয়ে তোলে সে। কিন্তু বাইরে বেরোতেই আবারো হামলা হয় জগদ্ধাত্রীর উপর।

সেখানে পৌঁছে জগদ্ধাত্রী দেখে স্বয়ম্ভু, কৌশিকী, কাঁকন এবং স্বয়ংকু – সবাই উপস্থিত। স্বয়ম্ভু ফোনে জগদ্ধাত্রীর সাহায্যে দিবিয়া সেনকে জেরা করছে।

জগদ্ধাত্রী ও কৌশিকের নির্দেশে স্বয়ম্ভু ও তার টিম পৌঁছায় মুখার্জি পরিবারে। তল্লাশি শুরু হতেই রাজনাথ স্বয়ম্ভুকে চড় মেরে থামিয়ে দেয়।

Related Articles