বিনোদন
রাখি গুলজারের ফুচকা প্রেম দেখে অবাক শিবপ্রসাদ!

কলকাতায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি “আমার বস”-এর শুটিং চলছে। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রাখি গুলজার। বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ছবির শুটিং চলছিল। সেই শুটিংয়ের ফাঁকে রাখি গুলজারকে ফুচকা খেতে দেখা যায়।
রাখি গুলজারের কলকাতায় আসার পর থেকেই তিনি ফুচকা খেতে চাইছিলেন। অবশেষে বুধবার তার ইচ্ছা পূরণ হল। শুটিংয়ের ফাঁকে তিনি সৌরসেনী মিত্র ও শ্রুতি দাসের সঙ্গে ফুচকা খেতে বসলেন। টক জল, ঝাল আলুমাখা দিয়ে ফুচকা খেতে খেতে রাখি গুলজার বেশ মজা করছিলেন।
পরিচালক নন্দিতা রায় শুটিংয়ের জন্য “কাট” বললেও রাখি গুলজার ফুচকা খেতে মনোযোগী ছিলেন। শেষমেশ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এসে রাখির হাত ধরে তাকে ফুচকা খাওয়া বন্ধ করতে বললেন। তিনি রাখিকে বললেন, শহরে ঠান্ডা পড়েছে, তার বয়স হয়েছে, তাই ফুচকা খেলে শরীর খারাপ হতে পারে।