বিনোদন

মনোমালিন্য ভুলিয়ে আবার একসাথে কার্তিক-করণ! হল পরবর্তী ছবির ঘোষণা

 

বলিউডের দুজন শীর্ষ নির্মাতা কর্ণ জোহর এবং কার্তিক আরিয়ানের মধ্যে একসময় মতবিরোধের খবর শোনা গিয়েছিল। কিন্তু, সেই মতবিরোধ এখন মিটিয়ে বন্ধুত্বে ফিরেছেন তারা। এরই প্রমাণ হলো, কার্তিক আরিয়ানের নতুন ছবিটির প্রযোজক হিসেবে কর্ণ জোহর।

২০১৯ সালে কর্ণ জোহরের প্রযোজিত ‘কারণতু’ ছবিতে অভিনয়ের কথা ছিল কার্তিক আরিয়ানের। কিন্তু, ছবির শুটিং শুরুর আগেই কার্তিক ছবিটি থেকে বাদ পড়েন। এর কারণ হিসেবে কার্তিক দাবি করেছিলেন, তিনি ছবির চিত্রনাট্য পছন্দ করেননি। অন্যদিকে, কর্ণ জোহর দাবি করেছিলেন, কার্তিক ছবির জন্য বেশি টাকা চাইছিলেন।

এই ঘটনার পর কর্ণ জোহর এবং কার্তিক আরিয়ানের মধ্যে মতবিরোধের খবর শোনা যায়। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সেই মতবিরোধ মিটিয়ে বন্ধুত্বে ফিরেছেন তারা। এরই প্রমাণ হলো, কার্তিক আরিয়ানের নতুন ছবিটির প্রযোজক হিসেবে কর্ণ জোহর।

এই ছবিটি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে, ছবিটি পরিচালনা করবেন সন্দীপ মোদী। ছবিটি ২০২৫ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই ঘোষণার পর বলিউডের অনেক তারকাই কার্তিক আরিয়ান এবং কর্ণ জোহরকে শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles