বিনোদন

বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করবেন রণবীর? জল্পনা তুঙ্গে!

 

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক বিরাট কোহলির বায়োপিক নিয়ে জল্পনা চলছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয়ের জন্য রণবীর কাপুরের নাম শোনা যায়, কিন্তু সেই প্রজেক্ট বাতিল হয়ে যায়। এরপর যুবরাজ সিংয়ের বায়োপিকে আমির খানের নাম শোনা যায়। এখন বিরাট কোহলির বায়োপিকের জন্য রণবীর কাপুরের নাম আবারো আলোচনায় এসেছে।

বুধবার ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির ছিলেন রণবীর কাপুর। ম্যাচের আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বিরাট কোহলির প্রশংসা করেন। তিনি বলেন, “বিরাট কোহলি একজন অসাধারণ ক্রিকেটার। তিনি একজন লড়াকু ব্যক্তিত্ব। তার বায়োপিক অবশ্যই হওয়া উচিত।”

রণবীর কাপুরকে প্রশ্ন করা হয়, তিনি কি বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করবেন? উত্তরে তিনি বলেন, “আমি মনে করি বিরাট কোহলির নিজেরই বায়োপিকে অভিনয় করা উচিত। তিনি একজন খুব ভালো অভিনেতা। তিনি তার নিজের জীবনের গল্প নিজেই ভালোভাবে তুলে ধরতে পারবেন।”

Related Articles