বাঙালির হাত ধরে নতুন ভূমিকায় উরফি

The Truth Of Bengal: অবশেষে বলিউডে পা রেখেই ফেললেন সোশ্যাল মিডিয়া স্টার উরফি জাভেদ। তাও আবার যে সে পরিচালক নয়। বলিউডের মোস্ট এক্সপেরিমেন্টাল পরিচালক দিবাকর ব্যানার্জীর হাত ধরে বলিউডে ডেবিউ হতে চলেছে উরফির। ইতিমধ্যেই ছবির টিজার সামনে এনেছেন পরিচালক দিবাকর স্বয়ং। তবে এই ছবি সবার সঙ্গে বসে দেখা যাবে না বলে জানিয়েছেন দিবাকর। চলতি বছর ভ্যালেন্টাইনস ডে-তে ঘোষণা করা হয়েছিল বড় পর্দায় আসছে ‘লাভ সেক্স অউর ধোকা’র সিক্যুয়েল।
২০১০ সালে মুক্তি পেয়েছিল দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘লাভ সেক্স অউর ধোকা’। আর এবার ১১ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লাভ সেক্স অউর ধোকা টু’। প্রসঙ্গত, সম্পর্কের বিভিন্ন জটিল পর্যায় নিয়ে তৈরি দিবাকরের এলএসডি-টু। রিয়ালিটি শো থেকে সেক্স স্ক্যান্ডেল সবই মজুদ রয়েছে লাভ সেক্স অউর ধোঁকা পার্ট টুতে। । আর সেখানেই দেখা গেল ইন্টারনেট সেনসেশন উরফিকে।
উরফি ছাড়াও ‘লাভ সেক্স অউর ধোকা টু’ ছবিতে একটি ক্যামিও রোলে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও।দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে আগামি ১৯শে এপ্রিল।