বক্স অফিসের রেকর্ড গড়লো প্রধান, তবুও কেন আফসোস দেবের?

গত ক্রিসমাস উপলক্ষে মুক্তি পেয়েছে দেবের ‘প্রধান’ ছবি। এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন সৌমিতৃষা। বক্স অফিসে এই ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে।দেবের প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা তথ্য অনুযায়ী, ক্রিসমাস উপলক্ষে বেশিরভাগ হলেই হাউসফুল বোর্ড ঝুলেছে ‘প্রধান’ ছবির বেশিরভাগ শোয়ে। এই ছবির টিকিটের জন্য বেশ চাহিদা দেখা গিয়েছে।
এই খবর শুনে দেবও বেশ খুশি হয়েছিলেন। কিন্তু পরক্ষণেই তিনি দুঃখপ্রকাশ করলেন। কারণ, ক্রিসমাস উপলক্ষে বেশিরভাগ শো হাউসফুল থাকায় অনেক ভক্তই টিকিট পাননি।
দেবের প্রযোজনা সংস্থার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, “আমরা দুঃখিত। সব শো হাইজফুল। আগামীকালের জন্য টিকিট বুক করুন!”
দেবের এই ছবিতে দেবের অভিনয় প্রশংসিত হয়েছে। পুলিশের চরিত্রে দেবের অভিনয় বেশ ভালো লেগেছে দর্শকদের। সব মিলিয়ে ক্রিসমাস উপলক্ষে দেব যে তাঁর অনুরাগীদের দারুণ উপহার দিয়েছেন, তা বলাই বাহুল্য।