বিনোদন

দশ বছর ধরে মানসিক হাসপাতালে ভর্তি ঋত্বিক ঘটকের ছেলে, মামার সঙ্গে ছবি দিলেন পরমব্রত!

 

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের ছেলে ঋতবান ঘটক ১০ বছর ধরে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানান।

পরমব্রত জানান, ঋতবান তাঁর মামা। তিনি প্রতি বছর দুর্গাপুজো এবং বড়দিনে ঋতবানের সঙ্গে দেখা করেন।

পরমব্রতর পোস্টে লেখা হয়েছে, “আমার মামা ঋতবান ঘটক। পরিচালক ঋত্বিক ঘটকের পুত্র। যে ঋত্বিক ঘটককে জিনিয়াস পরিচালক হিসেবেই সবাই চেনেন। তাঁর পুত্র ঋতবানের দশ বছর ধরে মানসিক চিকিৎসা চলছে। রাজ্য সরকার ও আমাদের পরিবার যৌথভাবে ঋতবানের দেখভাল করে। প্রতি বছরই দুর্গাপুজো এবং বড়দিনে আমি দেখা করি মামার সঙ্গে।” পরমব্রতর এই পোস্টে অনেকেই হতবাক হয়েছেন। তাঁর অনুরাগীরা ঋতবানের আরোগ্য কামনা করেছেন।

Related Articles