বিনোদন

টলিপাড়ায় বিয়ের সানাই, জানুয়ারিতেই হবে আদৃত-কৌশাম্বির বিয়ে?

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আদৃত রায়ের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, নতুন বছরের শুরুতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। আদৃতের প্রেমিকা কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়ের খবর টেলিপাড়ায় বেশ চর্চিত হচ্ছে।

আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী একসাথে ‘ফুলকি’ সিরিয়ালে অভিনয় করছেন। তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বেশ কিছুদিন আগেই। তবে এখনও পর্যন্ত তারা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।

জানা গেছে, আদৃত এবং কৌশাম্বি ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তারা দুজনেই টুকটাক বিয়ের কেনাকাটা করেছেন। তবে বিয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

আদৃত রায়ের প্রথম বিয়ে ঠিক হলেও তা বাতিল হয়ে যায়। তবে এবার কৌশাম্বির সঙ্গে বিয়ের পরিকল্পনায় বেশ মনোযোগী অভিনেতা।

আদৃত রায়ের বিয়ের খবরে অনেকেরই মন খারাপ হতে পারে। কারণ তিনি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বিয়ের পর আর তাকে টেলিভিশনে দেখা যাবে না বলে আশঙ্কা করছেন অনেকে।

তবে আদৃত রায়ের বড়পর্দায় কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তাই বিয়ের পরও তাকে বড়পর্দায় দেখা যেতে পারে।

Related Articles