বিনোদন

জি বাংলায় নতুন ধারাবাহিকের ঝড়! বিশেষ ভূমিকায় থাকতে পারেন সৌমিতৃষা

 

মিঠিঝোরা, আলোর কোলে ধারাবাহিকের সাফল্যের পর জি বাংলা আবারো নতুন ধারাবাহিক দিয়ে দর্শকদের মন জয় করতে চায়।

৪টি প্রযোজনা সংস্থা নিয়ে আসছে তাদের নতুন সৃষ্টি।
জগদ্ধাত্রী খ্যাত ব্লুজ প্রযোজনা সংস্থা,বাংলা টকিজ,সুব্রত রায়ের প্রযোজনা সংস্থাএবং
অর্গানিক স্টুডিও
তাদের নতুন ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন কাড়তে প্রস্তুত।

এখন টলিপাড়ায় জল্পনা এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যেতে পারে সৌমিতৃষাকে। এক্ষেত্রে মূল চরিত্র না হলেও কোন একটি এপিসোডে ক্যামিও করতে দেখা যেতে পারে তাকে। অবশ্য পুরোটাই জল্পনার মধ্যে রয়েছে। কোন কিছুই এখনই নিশ্চিত ভাবে সামনে আসেনি। তবে যা জানা যাচ্ছে তাতে ক্যামিও করতে দেখা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

Related Articles