ছবি দেখে দর্শকদের ফিডব্যাক ভালো, প্রধান নিয়ে জানালেন সৌমিতৃষা!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবার বড় পর্দায় হাজির হয়েছেন। অভিজিৎ সেন পরিচালিত ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি “প্রধান”-এ তিনি রুমি চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে। সৌমিতৃষার অভিনয়ও প্রশংসিত হচ্ছে।
ছবিতে সৌমিতৃষা একজন পুলিশ অফিসারের স্ত্রী। তার চরিত্রটি বেশ মিষ্টি ও প্রাণবন্ত। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে সৌমিতৃষার ভয় ছিল। তিনি ভাবছিলেন, ছোট পর্দায় দর্শক তাকে যেভাবে ভালোবেসেছেন, বড় পর্দায়ও কি সেই ভালোবাসা পাবেন? কিন্তু ছবি মুক্তির পর তিনি তার ভয় ভুলতে পারেন। দর্শক তার অভিনয়ের প্রশংসা করেছেন।
সৌমিতৃষা বলেন, “ছবিতে অভিনয় করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু আমি আমার সেরাটা দিয়েছি। দর্শকের ভালোবাসা পেয়ে আমি খুবই খুশি।” “প্রধান” ছবিটি গত ২২ ডিসেম্বর মুক্তি পায়। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে দেব এবং সৌমিতৃষা অভিনীত এই ছবি।